তোফায়েল আহমেদঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল যুব সংঘ। সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী’র নিজ উদ্যোগে গড়ে উঠা এই সংগঠনটি ইতিমধ্যে হাওরের প্রায় ২ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে। নিজাম উদ্দিন পেশায় একজন ইমাম ও শিক্ষক।
সংগঠন থেকে উপকারভোগী একাধিকজনের সাথে কথা বলে জানা যায়, নিজাম উদ্দিন ও তার বন্ধুদের হিলফুল ফুযুল সংগঠনটি এলাকার গরিব মানুষের জন্য তার সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সে দু’শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী, চিকিৎসা বাবদ নিজেদের জমানো অর্থের একটা অংশ দুঃস্থ ও এতিমদের কল্যাণে বিতরণ করে আসছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী জানান, আমি নিজ উদ্যোগে আমার সহযোগী বন্ধুদেরকে নিয়ে সংগঠনটি ২০১৪ সালে গড়ে তুলি। আমার এবং আমার বন্ধুদের পকেট খরচ ও মাসিক আয়ের একটা অংশ ফান্ড আকারে তৈরি করে সংগঠনে অর্থ প্রদান করি। পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। আমি চাই এলাকার মানুষ স্বচ্ছল, স্বাবলম্বী হোক। সমাজের বিত্তবানরা এমন কাজে এগিয়ে আসলে নিজ নিজ এলাকার দুঃস্থ অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হবে।
ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী।
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল