সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ পাঁচজন সিলেট থেকে গ্রেফতার 

ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ পাঁচজন সিলেট থেকে গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএন‌পির সভাপ‌তিসহ পাঁচ নেতাকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ ন‌ভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশের একটি দল সিলেটের জিন্দাবাজারের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা নেতারা হলেন- ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুন। সিলেটের একটি বাসা থেকে বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলর সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

ভৈরব থানার ও‌সি মাকসুদুল আলম জানান, ভৈরব থানার এক‌টি নাশকতার মামলায় তা‌দের গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত: গত শনিবার (৪ নভেম্বর) ভো‌রে ভৈরব থে‌কে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার ক‌রে গো‌য়েন্দা পু‌লিশ (ডিবি)। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি রোববার (০৫ নভেম্বর) সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন। তবে রোববার দুপুর পর্যন্ত সড়কে দেখা যায়নি অবরোধ ও হরতালকারী নেতাকর্মীদেরকে।

অপরদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখান ঘোষণা করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

হরতালের মধ্যেও ভৈরবে সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ছিলো। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিক্সা, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চালাচল করতে দেখা গেছে সড়কে। এছাড়া ভৈরবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *