সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে নৌকার সঙ্গে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কা, পানিতে পড়ে শিশু নিখোঁজ

মিঠামইনে নৌকার সঙ্গে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কা, পানিতে পড়ে শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরার নৌকার সঙ্গে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কায় পানিতে পড়ে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে ঘটে এ ঘটনা।

নিখোঁজ শিশু হুসরাতুল জান্নাত বুশরা (৪) ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে মিঠামইন থেকে ১৪ জন পর্যটক নিয়ে একটি স্পিডবোর্ড করিমগঞ্জ উপজেলার বালিখলার দিকে যাত্রা করে। পথে রাত সাড়ে ৭টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস এলাকার পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পীডবোট উল্টে যায়।

স্পিডবোর্ডে থাকা ১৪ যাত্রীর মধ্যে ১৩ জন সাঁতারিয়ে সেনানিবাসের ঘাটে উঠলেও চার বছর বয়সী শিশু হুসরাতুল জান্নাত বুশরা ডুবে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে মিঠামইন ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিকলি ফায়ার স্টেশনে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *