নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাইকে হত্যার অপরাধে সহোদর চার ভাই ও এক বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।
রায় ঘোষণার সময় ছয় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হচ্ছেন পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খালিশাখালি গ্রামের মতিউর রহমানের চার ছেলে নজরুল, খোকন, সাত্তার, বকুল ও মেয়ে চম্পা আক্তার। অপর দুই আসামি হচ্ছে একই গ্রামের রহিমা খাতুন ও মো. সৈয়দ।
আসামিরা সবাই একই এলাকার বাসিন্দা। আসামি নজরুল বিচার চলাকালে জামিনে গিয়ে পলাতক হন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ জানান, ২০১৬ সালে ২৩ নভেম্বর দুপুরে সুখিয়া ইউনিয়নের খালিশাখালি গ্রামে গাছের পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধে ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে আসামি চার ভাই ও বোনসহ অন্য দুই নিকটাত্মীয়কে নিয়ে অপর ভাই রিটন মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নিহত রিটন মিয়ার স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে সাত আসামির নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে চম্পা আক্তার প্রেপ্তারের পর আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট ক্ষীতিশ দেবনাথ মামলা পরিচালনা করেন।