সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকালে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে পিতার নামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের ‍পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা জলি।

এছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার কাইসার হামিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে রোদ বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হয়।

উদ্বোধনী ম্যাচে হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশ মুখোমুখি হয়। হোসেনপুর একাদশের পক্ষে ডিআইজি হারুন খেলায় অংশ নেন। ম্যাচে নবাবপুর একাদশকে হোসেনপুর একাদশ ১-০ গোলে পরাজিত করে।

টুর্নামেন্টের ১৬টি দল অংশ নিচ্ছে। হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তারকাদের মেলায় পরিণত হয়।

টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *