সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অপকর্মের প্রতিবাদ করায় ছেলের ঘাড়ে বাবার কোপ 

অপকর্মের প্রতিবাদ করায় ছেলের ঘাড়ে বাবার কোপ 

নিজস্ব সংবাদদাতা: অকর্মের প্রতিবাদ করায় বাবার দায়ের কোপে গুরুতর জখম হলেন রাব্বি মিয়া (২২)।

আজ রবিবার সকালে কিশারগঞ্জ শহরতলীর গাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন রাব্বির বাবা দানিছ মিয়াকে (৫০) ধরে পুলিশ দিয়েছে।

এলাকাবাসী জানায়, দানিছ মিয়ার কোনো পেশা নেই। তিনি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছেলে রাব্বির পেশা ইলেকট্রিশিয়ান। স্ত্রী-সন্তান নিয়ে বাবার সঙ্গে বসবাস করেন। বাবার অনৈতিক কাজকর্ম তার পছন্দ হতো না। প্রায়ই বাবাকে এসব নিয়ে সতর্ক করতেন। সকালে এসব নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে তাকে কোপানো শুরু করেন বাবা দানিছ। ছেলে কোপ খেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে দৌঁড়ে পালান। গাছবাজারের মূল সড়কে গিয়ে তিনি পড়ে যান। বাজারের লোকজন রক্তাক্ত দানিছকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, রাব্বির ঘাড় ও পিঠে দায়ের বেশকিছু কোপের আঘাত রয়েছে।

প্রতিবেশী মো. ইউনুস জানান, ঘটনার সাথে সাথে এলাকাবাসী দানিছকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে দানিছ মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। মামলা হলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দানিছের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *