হাওর বাংলা ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কিশোরগঞ্জও এর ব্যতিক্রম নয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচন্ড শীতে দরিদ্র আর নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন শেষ নেই। এমন বাস্তবতায় কিশোরগঞ্জের সাংস্কৃতিক সংগঠন বিবর্তন থিয়েটার সংস্কৃতি চর্চার পাশাপাশি দুর্যোগে, দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানোকে একধরনের মানবতার দায়বোধ মনেকরে রেলস্টেশন ও ফুটপাতে রাত্রিযাপন করা ছিন্নমুল অসহায় মানুষ এবং শহরের বিভিন্ন মার্কেটের পাহারাদারদের মধ্যে কম্বল এবং খাবার বিতরণ করেছে।
শুক্রবার রাত ১১টার দিকে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন শামীম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সবুজ এর নেতৃত্বে অটোরিকশায় কম্বল ও খাবার নিয়ে রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল ও খাবার তুলে দেন।
এ সময় সংগঠনের সরদার কামরুজ্জামান স্বপন, গাজী মহিবুর রহমান, শুভ আল মাহমুদ, সিদ্রাতুল মুন্তাহা টুম্পা, আরিফ, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।