খায়রুল আলম ফয়সাল : আওয়ামী লীগের দু’বারের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশে শুদ্ধ রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলামের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
আজ রোববার বিকালে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রী বৃন্দ ।
এ সময় কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রী উপস্থিত ছিলেন। প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর সৈয়দ আশরাফের জীবনী নিয়ে অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, তাঁর চলে যাওয়ার পর
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর গতি থেমে গেছে,আবর্জনায় আকীর্ণ হয়ে গেছে। তথাপি সৈয়দ আশরাফ “রাজনীতির সৌন্দর্য ” হিসাবে এবং নির্লোভ নিরহংকারী এক দার্শনিক রাজনীতিবিদ হিসাবে মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।
সজ্জ্বন মানুষ হিসেবে পরিচিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।