নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ঘাটে স্বাধীনতার ৫০ বছর পর নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে দীঘিরপাড় ইউনিয়নের পাটুলী খেয়াঘাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোরশেদা খাতুন, উপজেলা প্রকৌশলী বনি আমিন, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ও সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলনাহার প্রমুখ।
স্মৃতিসৌধটি নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করছে মেসার্স কেয়া এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৪ মে পাকিস্তানি বাহিনী ও তাদের দালাল রাজাকার-আলবদররা পাটুলী খেয়াঘাটে মুক্তিকামী অনেক নিরীহ বাঙালিকে নির্বিচারে হত্যা করেছিল।