সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শিল্পপতি আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি এর মৃত্যুতে এমপি তৌফিকের শোক

শিল্পপতি আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি এর মৃত্যুতে এমপি তৌফিকের শোক

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, দেশের প্রথিতযশা শিল্পপতি কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শোক বার্তায় এমপি তৌফিক বলেন, আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি দেশের শিল্প-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছেন। মুছা মিয়ার মৃত্যু শুধু তাঁর পরিবার নয়, পুরো জাতির জন্য বড় ক্ষতি।

উল্লেখ্য, শনিবার (১৯ জুন) ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি (৬৩) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়পুত্র ইমতিয়াজ বিন মুছা জিসান কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র।

দানবীর খ্যাত আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি ১৯৫৮ সালের ৫ মার্চ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পৈলানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব আবুল কাশেম কাঞ্চন মিয়া ছিলেন একজন সফল মৎস্য ব্যবসায়ী, শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক। রোববার (২০ জুন) বাদ জোহর কুলিয়ারচর কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *