কুলিয়ারচর প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনৈতিক সম্পর্কের বিষয়ে সন্দেহ করায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে অমানবিকভাবে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার চারারবন এলাকার মাদ্রাসা শিক্ষক স্বামী আল আমিন দীর্ঘদিন ধরে স্ত্রীকে এড়িয়ে যাচ্ছিলেন। এ ধরনের আচরণে তার স্ত্রীর সন্দেহ হয়। এ নিয়ে রোববার রাতে ওই গৃহবধূকে তার স্বামী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন। পরে ওইদিন গৃহবধূর পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন গৃহবধূ আলেমা পৌরসভার নোয়াগাঁও বেপারী পাড়া গ্রামের রাজমিস্ত্রি জয়নাল আবেদীনের মেয়ে। আল আমিনের বাড়ি চারারবন গ্রামে।
গৃহবধূর বড় ভাই আতাউর রহমান বলেন, আলেমা সুখে থাকবেন আশায় বোনকে আলেম ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। তারা কখনও ভাবেননি একজন আলেম এ ধরনের আচরণ করতে পারেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহমিনা হোসেন বলেন, রোববার রাতে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় তার পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। আলেমার মাথায় গুরুতর ক্ষত রয়েছে।
গৃহবধূর স্বামী মাওলানা আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে অনৈতিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন, এসব আগেই শেষ হয়ে গেছে। এক ছাত্রের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই ঘটনার দিন ঝগড়া হয়েছিল। আমার স্ত্রী নিজেই নিজের মাথা ফাটিয়েছেন বলে তিনি দাবি করেন।
কুলিয়ারচর থানার ওসি-তদন্ত মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।