টিটু দাস : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের হাজী শহীদুর রহমান। প্রায় এক যুগ আগে মেয়ে শতাব্দী রহমানকে একই ইউনিয়নের লুন্দিয়া গ্রামের খোকন মিয়ার সাথে হয়। বিয়ের পর থেকেই খোকন মিয়া সৌদি প্রবাসী। হাজী শহীদুর রহমান মেয়ের বাড়ির আসবাবপত্র একটি টমটম গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। এসব কোথায় নিয়ে যাচ্ছেন প্রশ্ন করতেই হাজী শহীদুর রহমান বলেন, মরামারিতে দুইজন মারা গেছে। রাতে লুটপাট হতে এ ভয়ে মেয়ের বাড়ির জিনিসপত্র নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। দুই বছর আগেও সংঘর্ষের পর এ রকম লুটপাটের ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে লুন্দিয়া গ্রামে প্রবেশ করতেই দেখা যায়, শত শত মানুষ আত্মীয়-স্বজনদের আসবাবপত্র গাড়িতে করে, চালের ড্রাম অটোরিকশা ও মাথায় করে নিয়ে যাচ্ছে। কেউ গাড়িতে তুলছে, আবার কেউ কেউ নৌকায় তুলে আত্মীয় বাড়িতে নিয়ে যাচ্ছে।
পুলিশ সুত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে কৃষক লীগ নেতা আক্কাস আলী ও লুন্দিয়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আক্তার মিয়া এ দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ৩৫ জন। নিহত দুইজন আক্কাস আলীর পক্ষের মকবুল হোসেন (৪০) ও পাভেল শেখ (১৭)। এদের বাড়ি উপজেলার খলাপাড়া ও লুন্দিয়া গ্রামে। শনিবার দফায় দফায় সংঘর্ষ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে। তারপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এছাড়া ২৪ ঘন্টারও কম সময়ে কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছে। ভৈরবের গাজীরটেক এলাকায় বস্তাবন্দি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুলিয়ারচরে আম কোড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ঘে একজন নিহত হয়েছে এবং তাড়াইলে এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।