নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে তিনটি গন্ধগোকুল ধরে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা রুজু করেছে বন বিভাগ।
আজ শুক্রবার বিকালে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ বাদী হয়ে করিমগঞ্জ থানায় এ সংক্রান্ত এজাহার দায়ের করেন।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিও এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কৃত ছবি ও বর্ণনা থেকে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া গ্রামের কতিপয় লোক বিভিন্ন স্থান থেকে চারটি গন্ধগোকুল পিটিয়ে হত্যা করে উল্লাস প্রকাশ করেছেন।
তাদের গন্ধগোকুল মারার ঘটনা ও ছবি সম্বলিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ঘটনার বর্ণনা ধরে এ ঘটনায় জড়িত লোকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় এ এজাহারে।
করিমগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বন বিভাগ কর্তৃক এ ধরনের এজাহার দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।