টিটু দাস : কিশোরগঞ্জের বাজিতপুরে এক মানসিক প্রতিবন্ধী নারী রাস্তার পাশে ফুটফুটে নবজাতক ছেলে সন্তান প্রসব করেছেন। কিন্তু ওই নারী শিশুটির পিতৃ পরিচয় এবং নিজের পরিচয়ও বলতে পারছেন না।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা এলাকার রাস্তার পাশে এ সন্তানের জন্ম দেন ওই নারী।
উপজেলা প্রশাসন জানান, গতকাল বিকেলে বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা এলাকায় এক নারীকে দেখতে পায় এলাকাবাসী। ওইদিন স্থানীয় লোকজন রাতে খাবার খাওয়ায়। পরে আজ সকালে রাস্তার পাশে ওই তরুণী সন্তান প্রসব করেছে এমন খবর ছড়িয়ে পড়লে এগিয়ে আসে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী । তারপর ওই নারী ও শিশু সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তারপর থেকে উপজেলা প্রশাসন ওই নারী ও শিশু সন্তানটির সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া খাবার, ওষুধ ও কাপড় এনে দিচ্ছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া জানান, শিশুটিকে দেখে রাখার জন্য আমরা দুইজন কর্মী নিয়োগ দিয়েছি।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ্তিময়ী জামান বলেন, ওই নারী ও শিশু সন্তানকে উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আমরা ওই নারীর পরিচয় ও শিশুটির পিতৃ পরিচয় জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জানার চেষ্টা করছি। যদি পরিচয় না পাওয়া যায় তাহলে আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।