নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্পত্তি জবরদখল, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে একটি পরিবারের ভাইয়ের বিরুদ্ধে ভাইবোনরা সংবাদ সম্মেলন করেছে।
আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর বিআরডিবি’র চেয়ারম্যান কান্দিগ্রামের মো. মাহবুবুর রহমান ছোটন (৫২) তার নিজ বাড়িতে তার সহোদর চার বোনকে নিয়ে সংবাদ সম্মেলনটি করেন। এ সময় মাহবুবুর রহমান ছোটন, তার বোন মাসুমা হক ডেইজী, মাসকুবা বেগম রুজি, মাসুদা খানম রুচি ও ফারজানা ইসলাম নীরা তাদের সৎ ভাই মেহেদী হাসান সোহেল এর বিরুদ্ধে সাংবাদিকদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের সৎ ভাই মেহেদী হাসান সোহেল দীর্ঘ দিন ধরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ পৈত্রিক সম্পত্তি জবরদখল করে আসছে। মিথ্যা মামলার রায় মেহেদী হাসান সোহেলের বিপক্ষে যাওয়ায় সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। সোহেল তাদের উপর একাধিক বার হামলা করে। এ সময় অভিযোগকারী ছোটন হামলায় তার শরীরের বেহাল অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। সংবাদ সম্মেলনে তিনি মেহেদী হাসান সোহেলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।