নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ৪২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৮৫৫ জন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা ১৬ জন, হোসেনপুর ১ জন, করিমগঞ্জ ৪ জন, তাড়াইল ০৩ জন, পাকুন্দিয়া ২ জন, কটিয়াদী ৫ জন, বাজিতপুর ৭ জন, ইটনা ২ জন ও অষ্টগ্রাম ২ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭৫ জন ও মৃত্যু ১৭ জন।
শুক্রবার (১৩ জুন) রাত ১২ টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
০৬ জন সংগৃহীত নমুনা থেকে ২ জন, ০৭ জুনের নমুনা থেকে ৪ জন ও ০৯ জুনের নমুনা থেকে ৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ০৬ তারিখের নমুনা আইপিএইচ ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং ০৭ জুন ও ৯ জুন তারিখের নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ১২৬ জন, হোসেনপুর ১৭ জন, করিমগঞ্জ ৬৫, তাড়াইল ৬২, পাকুন্দিয়া ৩৮ জন, কটিয়াদী ৩৭ জন, কুলিয়ারচর ৩৭ জন, ভৈরব ৩৪৯ জন, নিকলী ১২ জন, বাজিতপুর ৫৭ জন, ইটনা ২৩ জন, মিঠামইন ২৬ জন ও অষ্টগ্রাম ৪ জন।