নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের নতুন আরো ৬২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৬৬৪ জন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ ৮ জন, হোসেনপুর ১ জন, করিমগঞ্জ ১ জন, তাড়াইল ৩ জন, পাকুন্দিয়া ১ জন, কটিয়াদী ৩ জন, কুলিয়ারচর ১৩ জন, ভৈরব ২৫ জন, নিকলী ১ জন, বাজিতপুর ৬ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪০ জন ও মৃত্যু ১৫ জন।
রোববার (০৮ জুন) রাত ১২ টা ৫৪ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ০১ জুন নমুনা সংগৃহীত মোট ৩১২ জনের নমুনার মধ্যে ৪২ জন, ০৩ জুন নমুনা সংগৃহীত ২৪ জনের নমুনার মধ্যে ৬ জন, ০৫ জুন নমুনা সংগৃহীত মোট ৭০ জনের নমুনার মধ্যে ৪০ জন। এসব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ৯০ জন, হোসেনপুর ১৪ জন, করিমগঞ্জ ৪৫, তাড়াইল ৫৩, পাকুন্দিয়া ৩০ জন, কটিয়াদী ৩০ জন, কুলিয়ারচর ৩৫ জন, ভৈরব ২৬৭, নিকলী ১১, বাজিতপুর ৪৩, ইটনা ১৭, মিঠামইন ২৫ ও অষ্টগ্রাম ৪ জন।