নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ৫৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৫৫৭ জন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর ১৭ জন, করিমগঞ্জ ৩ জন, পাকুন্দিয়া ৩ জন, কটিয়াদী ৫ জন, কুলিয়ারচর ৩ জন, ভৈরব ১৭ জন, বাজিতপুর ৫ জন ও অষ্টগ্রাম ১ জন । আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১৯ জন ও মৃত্যু ১৪ জন।
শুক্রবার (০৬ জুন) রাত সোয়া ১২ টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩১ মে সংগৃহীত মোট ১৪১ জনের নমুনার মধ্যে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইটি বাতিল হয়েছে।
গত ৩ জুন সংগৃহীত মোট ১২০ জনের নমুনার মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ৮২ জন, হোসেনপুর ১৩ জন, করিমগঞ্জ ৪৪, তাড়াইল ৫০, পাকুন্দিয়া ২৯ জন, কটিয়াদী ২৪ জন, কুলিয়ারচর ২২ জন, ভৈরব ২০০, নিকলী ১০, বাজিতপুর ৩৭, ইটনা ১৭, মিঠামইন ২৫ ও অষ্টগ্রাম ৪ জন।