নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় পুরাতন নোংরা তেল ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে চানাচুর বানানোর দায়ে রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (০৬ মে) দুপুর দেড়টার দিকে শহরের হারুয়া এলাকায় রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খানের নেতৃত্বে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস কারখানাটির মালিক মো. রফিকুর রহমান ক্ষতিকর বিভিন্ন রং ও অনেক দিনের পুরাতন নোংরা তেল ব্যবহার করে কারখানাটিতে চানাচুর তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য ক্ষতির।