নিজস্ব সংবাদদাতা : জীবাণু বিস্তার রোধে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলা পরিষদ চত্বরে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ডিসিফিশন বুথ (DISINFECTION BOOTH) স্থাপন করা হয়েছে।
আজ রোববার (০৩ মে) বিকেলে উপজেলা পরিষদ ভবনের নিচে এ ডিসিফিশন বুথ স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথ স্থাপনে খরচ হয়েছে প্রায় ৮৫ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রমুখ।