সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ভৈরবে স্বাস্থ্যকর্মী মা–বাবার পর ১৫ মাস বয়সী শিশুটিও করোনায় আক্রান্ত

ভৈরবে স্বাস্থ্যকর্মী মা–বাবার পর ১৫ মাস বয়সী শিশুটিও করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যকর্মী মা ও বাবার পর এবার তাঁদের ১৫ মাস বয়সী শিশু করোনায় আক্রান্ত হয়েছে। আজ রোববার সকালে শিশুটির সংক্রমণের তথ্য জানতে পারে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভৈরবে প্রথম সংক্রমণ ধরা পড়ে ১০ এপ্রিল। প্রথম ব্যক্তিটি ছিলেন উপপরিদর্শক পদমর্যাদার পুলিশের এক সদস্য। এরপর থেকে গতকাল পর্যন্ত ৪৫ জন আক্রান্ত হন। আক্রান্তের মধ্যে ৮ চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আক্রান্ত শিশুটির বাবা ও মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদে কর্মরত রয়েছে। ১৭ এপ্রিল প্রথম সংক্রমণ ধরা পড়ে বাবার শরীরে। তিন দিন পর মায়ের শরীরেও করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর শিশুটিকে ওই ঘর থেকে আলাদা করে ফেলা হয়। পাঠিয়ে দেওয়া হয় নানাবাড়ি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, বড়রা যেমন–তেমন, শিশুরা আক্রান্ত হলে সমস্যাটা বড় হয়ে যায়। শিশুটির মা–বাবা সুস্থ হওয়ার পথে। শিশুটিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *