নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত আরো একজন পুলিশ সুস্থ হয়ে উঠেছেন। মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী পুলিশ ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই)।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং তিনি চাঁদপুর জেলার ব্রাহ্মণসাকুয়া গ্রামের নিজ বাড়িতে ফিরেছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয় সুত্র জানায়, গত ১৩ এপ্রিল ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী হঠাৎ কাশি অনুভব করলে ওইদিন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। পরদিন ১৪ এপ্রিল নমুনা রেজাল্ট পজেটিভ আসে এবং ওইদিন বিকেলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল ও ২৫ এপ্রিল দুইবার নমুনা পরীক্ষা করা হয় এবং দুইবারেই পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ আজ এসআই মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠায় এবং আগামী আরও ১০দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।
এর আগে ২৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া।