নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে নতুন আরো ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১৭৫ জন। গত মঙ্গলবার (২১ এপ্রিল) ৯৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে ভৈরব উপজেলার ১ জনের পজেটিভ এসেছে এবং ৯৩ টি নেগেটিভ এসেছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত সোমবার (২০ এপ্রিল) তারিখের নমুনা এনআইএলএম এন্ড আরসি ল্যাব হতে মহাখালী আইসিডিডিআরবি স্থানান্তার করা রিপোর্টগুলো পেন্ডিং আছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ১৪, হোসেনপুর ৩, পাকুন্দিয়া ৪, তাড়াইল, ২৪, করিমগঞ্জ ১৬, ভৈরব ৪৩, কটিয়াদী ১২, কুলিয়ারচর ১০, বাজিতপুর ৬, ইটনা ১১, নিকলী ৫, মিঠামইন ২৪ ও অষ্টগ্রাম ৩ ।