নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে কিশোরগঞ্জের বাজিতপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) একেএম মোস্তফা কামাল পাশার বড় বোন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাহমীনা বেগমের নামে প্রতিষ্ঠিত ’তাহমীনা বেগম ফাউন্ডেশনের’ পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার হাজী আ. বারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতাউল গণি পলাশ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আতাউল গণি পলাশ জানান, প্রথম বারের মতো শুক্রবার (১৭ এপ্রিল) ১০০ জন ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী ১৫দিন এভাবে বিতরণ করা হবে।
এতে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাহমীনা বেগম বলেন, করোনা সৃষ্ট জটিলতায় দেশের লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।