নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১০ টাকা কেজির ৬০ বস্তা চালসহ দিঘদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। এ সময় ডিলারের গুদাম সিলগালা করে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘদাইর ইউনিয়নের রাস্তা থেকে আটক করে। এ সময় ৬০ বস্তা চালসহ টমটম চালক ও চালের ক্রেতা চাঁন মিয়াকেও আটক করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সুত্র জানায়, দুপুরে দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার গোলাম মোস্তফার গুদাম থেকে ৬০ বস্তা চাল কিনে টমটম করে নিয়ে যাচ্ছিল চাঁন মিয়া। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ৬০ বস্তা চালসহ টমটম চালক ও চালের ক্রেতা চাঁন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে দিঘদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার গোলাম মোস্তফাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, চালের ক্রেতা চাঁন মিয়া ও টমটম চালককে ৬০ বস্তা চালসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার গোলাম মোস্তফাকে থানায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ডিলারের গুদাম সিলাগালা করা হয়েছে।