নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের ময়নাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া একই ইউনিয়নের ময়নাহাটি গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ সুত্র জানায়, বাবুল মিয়া ও তাজুল ইসলাম এ দুই পক্ষের মধ্যে ১০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। প্রায় ৮ বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ দু’পক্ষের সংঘর্ষে হয়। এ সংঘর্ষে বাবুল মিয়ার ফুফাতো ভাই মন্নাফ মিয়া মারা যায়। পরে বাবুল মিয়া বাদী হয়ে তাজুল ইসলামসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলা এখনো চলমান।
এর জের ধরে আজ শুক্রবার সকালে আবারও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং তাজুল ইসলামের পক্ষের বল্লমের আঘাতে বাবুল মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান (বিপিএম) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর পুলিশ ৪জনকে আটক করেছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।