সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁর উদ্যোগে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ

অষ্টগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁর উদ্যোগে খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ

অষ্টগ্রাম প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৬শ পরিবারে সাবান বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ।

আজ বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার আলীনগর গ্রামে এসব খাদ্যসামগ্রী ও সাবান বিতরণ করা হয়।

সামাজিক সংগঠন রেনেসাঁ র সদস্যদের উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৩কেজি আলু, ১কেজি ডাল ও ১টি সাবান বিতরণ এবং ৫০০ পরিবারের মাঝে স্যানিটাজার হিসাবে ১টি করে সাবান বিতরণ করা হয়।

এর আগে স্কুল, একাধিক মসজিদ, মাদ্রাসা, রাস্তা ও কয়েক বাড়ির আঙিনায় জীবানুনাশক স্প্রে করা হয়।এ সময় সংগঠনের- নূর হোসাইন, আসাদুজ্জামান হামিদ, মাসুদুল ইসলাম রানা, শেখ বোরহান উদ্দীন, ইসলাম উদ্দিন আকাইদ, মানিক মোল্লা, রাকিব মোল্লা, রফিক আহমেদ, আক্তার হোসেন, নাদিমসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থ সম্পাদক শেখ বোরহান উদ্দীন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে সদস্য ও উপদেষ্টাদের অর্থ্যায়নে ত্রাণ বিতরণ করা হলো।সামনে করোনা সচেতনতায় আরো পরিকল্পনা নিয়ে রেনেসাঁ এগোচ্ছি।

সংগঠনের উপদেষ্টা- ড.রহমত আলী মোল্লাহ,নাজিম উদ্দিন শেখ,জয়নাল আবেদীন মোল্লাহ,এস এম ফরহাদ, আবুল হাসনাত লালন সহ সকলে সহযোগিতা ও একাত্বতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *