সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / নান্দলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক আহত, পৌনে তিন ঘন্টা সড়ক অবরোধ

নান্দলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক আহত, পৌনে তিন ঘন্টা সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চন্দন সরকার নামে এক শিক্ষক আহত হওয়ার ঘটনায় পৌনে তিন ঘন্টা ধরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রীরা । এদিকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা সোনালী ব্যাংকের একটি মাইক্রোবাস ভাংচুর করে।

আজ বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের নান্দলা অছমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষক – কিশোরগঞ্জ সসদর উপজেলোর চৌদ্দশত ইউনিয়নের নান্দলা অছমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন সরকার।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে বাইসাইকেল চালিয়ে চন্দন সরকার বিদ্যালয়ে আসার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল চন্দন সরকারের বাইসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে শিক্ষক আহত হওয়ার ঘটনায় সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের একটি মাইক্রোবাস ভাংচুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *