সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / ‘আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শোভন খান

‘আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শোভন খান

নিজস্ব সংবাদদাতা : প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ পদক প্রদান করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পদক দেয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন ২০১৭ সালের ২৬ নভেম্বর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কর্ম এলাকার অপরাধ দমন ও আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অসংখ্য উল্লেখযোগ্য অভিযানে নেতৃত্ব দিয়ে চাঞ্চল্যকর মামলার আসামি এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে প্রশংসিত হয়েছেন নৌবাহিনীর এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান, বিএন যশোর জেলার গর্বিত সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্রসন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *