তোফায়েল আহমেদ : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন করায় কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহ্মেদ শাকীর। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞা মুকুল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নূরুল আমিন প্রমুখ। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ বদরুল হুদা সোহেল।