সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মানিক হত্যা মামলায় তিন সহোদরসহ ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের বাদল, নয়ন, মানিক, সবুজ, লোকমান, আলমগীর, মিজান, গিয়াসউদ্দিন, রহমত আলী ও মামুন মিয়া। এদের মধ্যে প্রথম তিনজন আপন ভাই।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জের পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ আগস্ট বেলা ১১টায় আসামীদের হামলায় কৃষক মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। দুপুরের দিকে করিমগঞ্জ হাসপাতালে মানিক মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই খায়রুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *