নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার বিগত ৫ বছরের ২৬ জন গুণী সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর শিক্ষা-সংস্কৃতি চর্চায় দৈন্যতার সৃষ্টির হলো। যেখানে সংগীত, নাটিকা, আবৃত্তি, ইতিনাট্য, যাত্রাগান ও পালাগান মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের শিক্ষা-সংস্কৃতি হত্যা করার যে ষড়যন্ত্র সফল করার চেষ্টা করেছিল।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন- মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের পর বুদ্ধিজীবিদের হত্যা করেছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। তার মধ্য দিয়ে আমাদের অনেক সর্বনাশ হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনা সরকারের হাত ধরে আমরা আবারও এগিয়ে যাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যের আগে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় এমপি তৌফিক শিল্পকলা একাডেমির কমিটি প্রসঙ্গে বলেন- অনেক বছর ধরে শিল্পকলা কমিটি নাই। যারা শিল্প-সাহিত্যের সাথে জড়িত তাদের নিয়ে শিল্পকলা কমিটির গঠন করা হোক এবং তাহলেই শিল্পকলা পরিপূর্ণতা পাবে।
পরে ২৬ জন গুণী সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রশাসনের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ।