নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকসার তিন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সিএনজি চালক জাহিদুর, তোফাজ্জল ও উমর ফারুক। তাদের মধ্যে জাহিদুরের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। তোফাজ্জল ও ওমর ফারুকের বাড়ি জেলার ইটনা উপজেলার বয়রা গ্রামে।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানান, কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজি চালিত একটি অটোরিকসা ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভিটিপাড়া এলাকায় আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ৪ জনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষানা করেন।
আহত পরিমল, আ. কাদির. গিয়াস উদ্দিন ও সিরাজ মিয়াকে কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।