সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / চলন্ত বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল

চলন্ত বাসে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জে চলন্তবাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ  ও হত্যা মামলায় স্বর্নলতা বাসের চালক, হেলপারসহ ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) সারোয়ার জাহান কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুনের কাছে চার্জশিট দাখিল করেন।
চার্জশীটভুক্ত আসামি- স্বর্ণলতা বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বোরহান উদ্দিন, বাস মালিক আল মামুন, রফিকুল ইসলাম রফিক, খোকন মিয়া, বকুল মিয়া, আল আমিন ও স্বর্ণলতা বাসের এমডি পারভেজ সরকার পাভেল।
ধর্ষণ ও হত্যার সরাসরি সম্পৃক্ত আসামী বোরহান উদ্দিনসহ তিন আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
মামলার চার্জশীটে উল্লেখ্য করা হয়, স্বর্ণলতা বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বাস চালকের খালাতো ভাই বোরহান উদ্দিন ধর্ষণ ও হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। অন্য ৬ আসামী ধর্ষণ ও হত্যার ঘটনায় সহায়তা করে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, নার্স তানিয়া ধর্ষণ  ও হত্যা মামলায় স্বর্নলতা বাসের চালক, হেলপারসহ ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ৩ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ৬ মে রাতে ঢাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ধর্ষন ও হত্যার শিকার হন কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ও ঢাকার কল্যাণপুর এলাকার ইবনেসিনা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনুর আক্তার তানিয়া।তানিয়াকে বহনকারি স্বর্ণলতা পরিবহনের বাসটি কটিয়াদী বাসস্ট্যান্ডে আসার পর বাসের অন্য যাত্রীরা নেমে যায়। কটিয়াদী থেকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গজারিয়া বিলপাড় এলাকায় বাসের চালক ও সহকারিরা তানিয়ার উপর পাশবিক নির্যাতন চালায়। পরে তানিয়ার লাশ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে ওইদিন রাতেই ৪ জনের নামে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বাসের মালিক আল মামুনসহ ৬ আসামী কিশোরগঞ্জ কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *