নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, বেশি বেশি করে বৃক্ষ লাগান এবং বৃক্ষের পরিচর্যা করুন। বৃক্ষ যেমন মানুষকে অক্সিজেন দেয় আবার বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে।
আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বৃক্ষরোপন অভিযান বৃক্ষ ও ফলদবৃক্ষ মেলার সমাপীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তৌফিক বলেন, বর্তমানে বজ্রপাতে অনেক মানুষ বজ্রপাতে মারা যায়। এর সংখ্যা কিশোরগঞ্জের হাওরে বেশি হয়। বেশি বেশি বৃক্ষ থাকলে বজ্রপাতে মানুষ মারা যাওয়ার সংখ্যা কমে যাবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পিপি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা একেএম রাহুল আমিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক মনোয়ার হোসেন রনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন।
পরে পুরস্কার বিতরণ করা হয়।