নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে নূর নাহার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
সোমবার বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নূর নাহার গজারিয়াকান্দা গ্রামের ফাইজুর রহমানের মেয়ে।
ইটনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদ জামান জানান, ওই গ্রামের মজিবুর ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে মজিবুর গ্রুপের সমর্থক শাকিল মিয়া ট্রলিতে করে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলির চাকা লেগে প্রতিপক্ষের জমির বেড়া ভেঙ্গে যায়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাকিলের মা নূর নাহারকে পার্শ্ববর্তি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি ছলছে বলে জানিয়ছে পুলিশ।