নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজে রাখা মদন গোপাল মিষ্টান্ন ভান্ডারের মেয়াদোর্ত্তীণ ২৪ মণ মিষ্টি ধ্বংস করা হয়েছে। এ সময় ১৫ মণ মেয়াদোর্ত্তীণ খেজুরও ধ্বংস করা হয়। খেজুর ও মিষ্টি রাখার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লিমিটেডের মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসে বিক্রির জন্য এসব মিষ্টি ও খেজুর রাখা হয়েছিল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে উপজেলার এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লিমিটেডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় সেখান থেকে মদন গোপাল মিষ্টান্ন ভান্ডারের মেয়াদোত্তীর্ণ হওয়া ২৪ মণ মিষ্টি ও ১৫ মণ খেজুর জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো.ইব্রাহিম হোসেন ওই কোল্ড স্টোরেজে লিমিটেডের মালিক ইঞ্জিনিয়ার মীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে কোল্ড স্টোরেজ চত্বরে সহকারী পরিচালক মো.ইব্রাহিম হোসেন ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ একদল পুলিশের উপস্থিতিতে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ এসব খেজুর পুড়িয়ে ও মিষ্টি মাটিতে ফেলে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো.ইব্রাহীম হোসেন জানান, রমজান মাসকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ এসব খেজুর ও মিষ্টি ধ্বংস করা হয়েছে।
কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. আনিসুর রহমান জানান, ২৪ মণ মিষ্টি কিশোরগঞ্জের মদন গোপাল মিষ্টান্ন ভান্ডারের এবং খেজুর ভৈরবের কয়েকজন ব্যবসায়ী স্টোর করেছেন।