নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে জুতার ভেতরে করে ২০০ পিস ইয়াবা পাচারের সময় মুর্শেদা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক র্যাব-১৪, সিপিসি-২।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, (বিএন) এম শোভন খান এর নেতৃত্বে র্যাবের একটি টিম কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক হওয়া নারী মুর্শেদা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের আবু ছামাদের স্ত্রী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, (বিএন) এম শোভন খান জানান, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় তারা অভিযান চালিয়ে মুর্শেদা খাতুনকে জিজ্ঞাসাবাদের সময় ওই নারীর পরিহিত জুতা পরীক্ষা করে জুতার ভেতরে অভিনব পদ্ধতিতে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
নিরাপদে ইয়াবা পাচারের জন্য মুর্শেদা খাতুন এই অভিনব পদ্ধতি ব্যবহার করে আসছিল। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও এম শোভন খান জানিয়েছেন।