নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আগামী সোমবার রিমান্ড শুনানি করা হবে।
আজ শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, পুলিশ সোহেল রানাকে আদালতে হাজির করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল নূর বিষয়টি আমলে নিয়ে আসামীকে কারাগারে প্রেরণ ও আগামী সোমবার রিমান্ড আবেদনের তারিখ ধার্য করেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সোহেল রানা বিজয় ট্রেনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি পৌনে ১টার দিকে ভৈরব স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ একটি কেবিনে তল্লাশি চালায়। এসময় তার লাগেজে থাকা ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা পায়। পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার নিজের নামে ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি চেক ও ১ কোটি টাকার ২ এফডিআর এবং তার স্ত্রী হোসনে আরা পপির নামে ১ কোটি ২টি এফডিআর ও তার শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর জব্দ করা হয়।