সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / কিশোরগঞ্জে সরকারী জায়গা দখল, এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জে সরকারী জায়গা দখল, এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় অবৈধ স্থাপনা নিমার্ণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ-চামটা সড়কের জাফরাবাদ আমলিতলা এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন ফকির মিলন, গুজাদিয়ার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাফরাবাদ ইউপি সদস্য আশরাফুল আলম, জুয়েল মিয়া, মোশাররফ হোসেন সজল, মো: আলী, আ: হেকিম, সুরাইয়া বেগম প্রমুখ।
বক্তারা জানান, চাঁন মিয়া নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি আমলিতলাসহ আশপাশ এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে সেখানে স্থাপনা নিমার্ণ করেছেন। সেগুলো ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। প্রতিবাদ করতে গেলে সাধারন জনগনের উপর মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করে।
এছাড়া বক্তারা সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণসহ এ ঘটনায় জড়িত চাঁন মিয়ার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *