নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় পিএসসি পরীক্ষার আটটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ জেলার মধ্যে প্রথমবারের মতো মিঠামইন উপজেলায় পিএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাসানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় এসব সিসি ক্যামেরার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহীদ ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি জানান, পরীক্ষা হল নকল ও দুর্নীতি মুক্ত রাখতে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।