নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৭ টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ মে) বিকেলে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মশিউর রহমান খান এসব জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জোসেফ ব্যাকারীকে ৩০ হাজার টাকা ও আলাল ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৭ টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ভূইয়া, ইটনা থানার উপ-পরিদর্শক রুকন উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুরসহ প্রমুখ।