সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সিলেট / বজ্রপাতে মৃত্যু কমানোর উদ্যোগ নিতে মানববন্ধন

বজ্রপাতে মৃত্যু কমানোর উদ্যোগ নিতে মানববন্ধন

হাওর বাংলা ডেস্ক : হাওরাঞ্চলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- হাওরে বজ্রনিরোধক টাওয়ার ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, প্রচুর পরিমাণে তালগাছ রোপণ, হতাহতের কারণ ও প্রতিকারে গবেষণা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের পরিমাণ ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা।

সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি আবদুল করিম কীম, ময়মনসিংহ সমিতি-সিলেটের সাধারণ সম্পাদক তৌফিকুল

আলম বাবলু ও অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন।

সভায় বক্তারা বলেন, বজ্রপাত হাওরে নতুন আতঙ্ক। বজ্রপাতে মৃত্যু এর আগেও হয়েছে; কিন্তু তা এত বেশি ছিল না। গত এক সপ্তাহে বজ্রপাতে মারা গেছেন প্রায় ৫০ কৃষক। তাই এ নিয়ে বিস্তর গবেষণা দরকার। গবেষণা করে এর কারণ ও প্রতিকার খুঁজে বের করতে হবে। বক্তারা হাওর এলাকার লোকজনকে বজ্রপাতের সময় সতর্ক থাকারও পরামর্শ দেন।

একটি মন্তব্য

  1. বজ্রপা‌তের কার‌নে মৃতু্্য স‌ত্যি দু:খ জনক এত লোক মারা যা‌চ্ছে এর প্র‌তিকার সহ দা‌বির সা‌থে একমত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *