হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বজ্রপাতে মো. আবুল কালাম (৩৫) ও বানিয়াচং উপজেলায় রনধীর চন্দ্র দাস (৪৫) নামে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৪ মে) দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে ও বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা হাওরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি ইউনিয়নের উত্তর ভবানী গ্রামের সঞ্জব উল্লার ছেলে ও নিহত রনধীর চন্দ্র দাস মুড়ারআব্দা গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র দাশের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের কুটি মিয়ার ছেলে ছাদ মিয়া ও আফতাব মিয়ার ছেলে ওয়াজিদ উল্লাহ।
স্থানীয়রা জানান, সকাল থেকেই হাওরে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন ওই তিনজন। দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত ছাদ মিয়া ও ওয়াজিদ উল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
অন্যদিকে দুপুরে বৃষ্টির মধ্যে মুড়ারআব্দা হাওর থেকে ধান নিয়ে ফিরছিলেন রনধীর। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।