নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করতে তাদের সাথে বোরো জমিতে ধান কাটলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জিওলের বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি জমিতে ধান কাটেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে ধান কাটায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুর।
এর আগে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ইটনা থানা, উপজেলা ভূমি অফিস, ইটনা মহেশ চন্দ্র শিক্ষা নিকেতন, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ পরিদর্শন করেন।