নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে অগ্নিকান্ডে প্রায় ১২ টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, গতকাল ভোর রাতে মাইজহাটি গ্রামের জহুর উদ্দিনের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকান্ডে প্রায় ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে আরো ৮টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলেগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক হায়দারী বাচ্চু।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া জানান, এ অগ্নিকান্ডে ১২টি পরিবার একেবারে নি:স্ব হয়ে গেছে এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে আরো ৮টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।