সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইন কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান

মিঠামইন কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা শাখার মিঠামইন উপজেলা কল্যাণ সমিতি কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দিনব্যাপী কিশোরগঞ্জ শহরের নেহাল গ্রিন পার্কের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুস শাহিদ ভূইয়া, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সহধর্মিণী ও নারীনেত্রী অ্যাডভোকেট শামসুন্নাহার নেলী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব। অনুষ্ঠান সঞ্চালনায় করেন হাবিবা রিপা।

মিঠামইন উপজেলা কল্যাণ সমিতির অধ্যাপক মো. ফজলুর রহমান দুলাল সভাপতি ও কায়সার আহমেদ লিংকন সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *