তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচিরর মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনিরর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা।
সূর্যোদয়েরর সাথে সাথে স্থানীয় শহীদ মিনারে শহীদের স্বরণে পুস্পস্তবক অর্পণ, সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস/ ও ব্যক্তি মালিকানাধীন ভবনে/ দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ ঘটিকায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়েরর খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অভিবাদন সালাম গ্রহণ। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।বেলা ১১ টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধণা ও আলোচনা সভা।বাদ যোহর ধর্মীয় উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। দুপুর ২ ঘটিকায় হাসপাতাল/ এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।বিকাল ৪.৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের ক্রীড়ানুষ্ঠান। সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান। সূর্যোদয়েরর সাথে সাথে কোর্ট প্রাঙ্গণ শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ, তাড়াইল থানা, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা বি এন পি, তাড়াইল প্রেস ক্লাব, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়। সকাল ৮ ঘটিকায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অভিবাদন সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন, নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আজিজুল হক মোতাহার, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুর রহমান।বেলা ১১.৩০ মিনিটে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা ও আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ আব্দুল হাই,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোল্ল্যা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম গোলাম কিবিরিয়া, তাড়াইল থানা ভারপ্রাপ্ত ককর্মকর্তা চৌধুরী মিজানুর রহমান, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ একে এস জামান সম্রাট, তাড়াইল প্রেস ক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খাঁন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফ উদ্দিন কাজল ইদ্রিস প্রমুখ।