নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মো. আল মমিন (২৪) ও মো. মিজানুর রহমানকে (২৪) আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২।
আজ বুধবার (২১ মার্চ) বিকেলে নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আল মমিন ও একই গ্রামের মো. শামসুল আলমের ছেলে মো. মিজানুর রহমান।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (কোম্পানী কমান্ডার) লে: এম শোভন খানের নেতৃত্বে নিকলীর দৌলতপুর গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ মো. আল মমিন ও মো. মিজানুর রহমানকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির চার হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (কোম্পানী কমান্ডার) লে: এম শোভন খান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে নিকলী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।