মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সদ্য বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, কয়েক মাসের মধ্যে নাকি বিয়েও করবেন এই জুটি। কিন্তু ৩৬ বছর বয়সেই প্রিয়াঙ্কার বিয়ে হবে তা আজ থেকে প্রায় ১৩ বছর আগেই জানা গিয়েছিল!
২০০৫-এ বলিউডের জনপ্রিয় জোত্যিষী সঞ্জয় বি জুমানি বলেছিলেন, ‘৩৬ বছর বয়সে বিয়ে করবেন প্রিয়াঙ্কা।’ সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল ‘ফিল্মফেয়ার’-এ। সত্যিই সঞ্জয়ের সেই ভবিষ্যৎ বাণী মিলে গেল।
অ্যাস্ট্রো নিউমেরোলজিস্ট সঞ্জয়ের কাছে বলিউডের বহু তারকা নিজেদের ভবিষ্যৎ জানতে যান বলে খবর। তবে প্রিয়াঙ্কা নাকি নিজে তার কাছে যাননি। ‘ফিল্মফেয়ার’-এ সঞ্জয় এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখতেন। সেখানেই এই তথ্য জানিয়েছিলেন ২০০৫-এ। সঞ্জয় ব্যখ্যা দিয়েছিলেন, ৯ সংখ্যাটি প্রিয়ঙ্কার জন্য শুভ। তার প্রভাবেই নায়িকার নাকি এখন সুসময় চলছে।
বাগদানের পরই এই জুটির বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সাংবাদিকদের জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বিয়ে করবেন এই জুটি।
সূত্র : আনন্দবাজার